বান্দরবানে রোয়াংছড়িতে প্রায় চার কোটি টাকার আফিম সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ সোমবার এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলা সড়কে র্যাব ও সেনাবাহিনী যৌথ বাহিনী অভিযান চালিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে রোয়াংছড়ি উপজেলা রামজাদী বিহার এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ৩ কেজি ৮১ গ্রাম নিষিদ্ধ আফিমসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক নারীর নাম য়ইচিংনু মারমা (৫৬)। তিনি রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের খংক্ষ্যং পাড়া গ্রামের বাসিন্দা মৃত মংওয়াই মারমার কন্যা। জব্দকৃত আফিমের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৮১ লাখ টাকা। চট্টগ্রাম র্যাব-৭ এর মেজর মেহেদী হাসান এবং সেনাবাহিনী-২৬ বীর ক্যপ্টেন শিহান মনির অভিযানের নেতৃত্ব দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, আটককৃত ব্যক্তিকে রোববার রাতে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। চলমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইননুযায়ী তার বিরুদ্ধে মামলা করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।










