বান্দরবানে কৃষক দলের আংশিক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

বান্দরবানে জাতীয়তাবাদী কৃষক দলের আংশিক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল করেছে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার বিকালে সাড়ে তিনটায় বান্দরবানে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে থেকে কৃষক দলের ব্যানারে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ জাতীয়তাবাদী সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র নেতা জাহাঙ্গীর আলম, মহিলা দলের সিনিয়র নেত্রী উম্মে কুলসুম লীনা, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবিকুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূইয়া, ঘোষিত জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন, সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আনন্দে মিছিলে বক্তব্যে বিএনপির সিনিয়র নেতা জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি হচ্ছে কর্মীবান্ধব একটি সংগঠন। গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে জাতীয়তাবাদী গণজোয়ার তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসররা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে। কৃষক দলের কমিটি ঘোষণায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে সংগঠনে। আজকের আনন্দ মিছিলের উপস্থিতি তারই প্রমাণ। তাই জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই।

পূর্ববর্তী নিবন্ধযতই ষড়যন্ত্র করুন এ দেশের মানুষকে আর দাসত্বের জিঞ্জির পড়ানো যাবে না
পরবর্তী নিবন্ধনিজামপুর সমাজ কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা