বান্দরবান চৌদ্দ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শফি। গত রোববার রাতে গ্রামবাসীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে মা বাহিরে কাজ করতে গেলে ঘরে একা পেয়ে এক কিশোরীকে ধর্ষণ করতো এক রোহিঙ্গা। কিশোরীর বয়স চৌদ্দ বছর। মেয়েটির বাবা নেই। রোববার রাতে কিশোরীকে একা পেয়ে রোহিঙ্গা শ্রমিক মোহাম্মদ শফি সেখানে গেলে বাড়ি ঘেরাও করে গ্রামবাসী তাকে আটক করে। আটকের পর খবর পেয়ে গিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ–পরিদর্শক (এসআই) কর্মকর্তা আমিনুর রহমান জানান, গ্রেপ্তার শফি উখিয়া রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র থেকে শ্রমিকের কাজ করার জন্য সুয়ালক ইউনিয়নে এসেছিলেন। উখিয়া রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রে ধর্ষক শফির স্ত্রী ও তিন সন্তান রয়েছে। পিতৃহীন দরিদ্র কিশোরীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করতো শফি। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গ্রামবাসী জানার পর কৌশলে রোহিঙ্গাকে ধরে ফেলে।