বান্দরবানে কিশোরীকে ধর্ষণ মামলায় গ্রেফতার ২

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ৮:০১ অপরাহ্ণ

বান্দরবানে অষ্টম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণের মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীটি বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মেঘলা পর্যটন এলাকার ৮ম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে বেশ ক’মাস ধরে ঘর থেকে ডেকে বাইরে বেড়াতে নিয়ে যাবে বলে কয়েকবার ধর্ষণ করেছে মাহেন্দ্র গাড়ির এক বখাটে চালক। তার নাম আব্দুল মতিন বাবু (২৫)।
করোনাকালে বিদ্যালয় বন্ধ থাকার সুবাদে বাড়ির বাইরে নিয়ে ধর্ষণ করার সময় হঠাৎ গত রবিবার (৩০ মে) কিশোরীর প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে কিশোরীর মা প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা করিয়ে সুস্থ করার চেষ্টা করলেও পরিস্থিতি খারাপ হলে রাতেই তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসার কিশোরীর অবস্থা সংকাটাপন্ন হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা শেষে শরীরে রক্ত দেন।
এদিকে, ঘটনার পর শহরের জিপ-মাইক্রো স্টেশন থেকে ধর্ষণের অভিযোগে মাহেন্দ্র গাড়ির চালক আব্দুল মতিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
একই ঘটনায় পরবর্তীতে ধর্ষণে সহযোগিতা ও ভিকটিমকে গর্ভপাত ঘটানোর অভিযোগে ভিকটিমের বান্ধবী তাহমিনা আক্তার(২৩) নামে এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
উক্ত মামলায় আজ মঙ্গলবার (১ জুন) পুলিশ তাদের আদালতে হাজির করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) মো. সোহাগ রানা জানান, ভিকটিমের মায়ের দায়ের করা একটি ধর্ষণ মামলায় ধর্ষক এবং ধর্ষণে সহযোগিতাকারী দু’জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বিদেশী পিস্তল-গুলি সহ আটক ১
পরবর্তী নিবন্ধবাঁশখালীর খুনের আসামী রাঙ্গুনিয়ায় গ্রেফতার