বান্দরবানে কর্মহীন ৪শ অসহায় পরিবার পেল ত্রাণ সহায়তা

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

কোভিড-১৯ এর কারণে বান্দরবানে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া বান্দরবানের হোটেল মোটেলের ৪শ কর্মচারীর মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি করে পেঁয়াজ প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, এসএম শাহ নেওয়াজ মেহেদী, হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনায় কর্মহীন হয়ে পড়াদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে এবং আগামীদিনেও এই সহায়তা প্রদান কার্যক্রম চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআজ ইডিইউতে ভার্চুয়াল মিট অ্যান্ড গ্রিট
পরবর্তী নিবন্ধবিএনপির মেরুদণ্ড ভেঙে গেছে : ওবায়দুল কাদের