বান্দরবানে করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন দেবে রেড ক্রিসেন্ট

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ৪:২১ অপরাহ্ণ

কোভিড-১৯ আক্রান্ত রোগীদের বান্দরবানে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বান্দরবানে পার্বত্যমন্ত্রীর বাসভবনস্থ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মাঝে বান্দরবানের সিভিল সার্জন অংসুই প্রু মারমা, রেডক্রিসেন্ট ইউনিট বান্দরবানের সেক্রেটারী অমল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রেড় ক্রিসেন্ট সোসাইটির জেলা সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, করোনার শুরু থেকে বিভিন্নভাবে কাজ করে আসছেন তারা। আগামীতে করোনা সংক্রমণের কথা বিবেচনা করে শহরে করোনা আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিম গঠন করা হবে। পাশাপশি জরুরি প্রয়োজনে নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে সহায়তা করা হবে মানুষকে।

পূর্ববর্তী নিবন্ধঈদের পর ১৪ দিন শিল্প কারখানাসহ সব অফিস বন্ধ
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু