বান্দরবানে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। গতকাল শনিবার সকালে বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৮১ লাখ টাকার উন্নয়ন কাজগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে হানসামা এলাকায় ২৭১টি পরিবারের মাঝে সোলার বিতরণ করেন মন্ত্রী। উদ্বোধন করা কাজগুলো হল– ৫৫ লাখ টাকা ব্যয়ে হানসামা পাড়া বৌদ্ধ বিহার, ২০ লাখ টাকা ব্যয়ে হানসামা পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের অফিস ঘর ও ৬ লাখ টাকা ব্যয়ে ক্রাইক্ষ্যং মুখ পাড়া সিড়ি নির্মাণ। এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, প্রকল্প বাস্তবায়ন সদস্য হারুনর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ চায়। তিনি দেশের সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন। আজ পাহাড়ের উন্নয়ন এখন সবার মুখে মুখে। প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে পার্বত্য জেলাগুলোতে মসজিদ, মাদ্রাসা, বৌদ্ধ বিহার, মন্দির, গির্জাসহ অসংখ্য উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক সরকার। মানুষের কল্যাণে এ সরকার সারাদেশে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। এ সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগের কোনো সরকারের আমলে পার্বত্য অঞ্চলে উন্নয়নের এতো জোয়ার ছিল না। আওয়ামী লীগ সরকার আছে বলেই দেশে উন্নয়ন হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।












