বান্দরবানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বান্দরবানে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গত শনিবার রাতে বান্দরবান শহরের সাঙ্গু ব্রিজ সংলগ্ন আবাসিক হোটেলের রুম থেকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ সেলিম (৪৫), মো. শাকিল হাসান (২৬) ও আশরাফুল হাসান সজল (১৮)। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তা মো. মহিউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ব্যবসা চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ একটি সিন্ডিকেট। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর ও মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধপটিয়ায় সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ