বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে গত বুধবার সন্ধ্যায় সোনাইছড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস সালাম সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিয়ে আসছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহার করে আব্দুস সালাম ইয়াবা পাচার কার্যক্রম চালিয়ে আসছে। স্বেচ্ছাসেবক লীগের দলীয় প্রভাব এবং পরিচয়ের কারণে এতদিন সে ধরাছোঁয়ার বাইরে ছিল। তাকে গ্রেপ্তারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি বলেন, সোনাইছড়িতে অভিযান চালিয়ে আব্দুস সালামকে ১০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা ১০ হাজার পিস বার্মিজ ইয়াবার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।