বান্দরবানে আলোচিত সিক্স মার্ডার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি আপাই মারমাকে (৩৮) জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আজ রবিবার (২৫ জুলাই) সকালে হত্যা মামলায় পুলিশ গ্রেফতারকৃত প্রধান আসামীকে আদালতে হাজির করে কিন্তু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
একই সাথে আগামী ২৭ জুলাই পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আদালত।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, গত বছরের ৭ জুলাই বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সংস্কার) ৬ জন শীর্ষনেতার মৃত্যু হয়। নিহতরা হলেন জেলা শাখার সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি প্রজিত চাকমা, সদস্য ডেবিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।
ঘটনার পর ২০২০ সালের ৮ জুলাই বান্দরবান সদর থানায় নামধারী ১০ জন ও অজ্ঞাত আরো ১০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
এই ঘটনার প্রধান আসামীকে শনিবার রাতে বান্দরবান সেনাবাহিনীর সদর জোনের একটি দল জামছড়িমুখ পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
পরে বান্দরবান সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেফতারকৃত আপাই মারমা রাজবিলা ইউনিয়নের জামছড়ি ইউনিয়নের সাদেচিং মারমার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, সিক্স মার্ডার মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি আপাই মারমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। আদালত জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এই ঘটনায় আগেও আরও ৪ আসামিকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তারাও জেল হাজতে রয়েছে।