বান্দরবানে আফিমসহ ইউপি সদস্য আটক

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

বান্দরবানে নিষিদ্ধ মাদকদ্রব্য আফিমসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেড়কেজি আফিম উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, থানছি উপজেলার রেস্ট হাউজ সংলগ্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য আফিমসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম জন ত্রিপুরা। সে রেমাক্রী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি মেম্বার। এ সময় তার কাছ থেকে পাচারের জন্য রাখা দেড়কেজি নিষিদ্ধ আফিম উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এপিবিএন-২ বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার বদিউজ্জামান বলেন, দেড়কেজি নিষিদ্ধ মাদকদ্রব্য আফিমসহ এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। রেমাক্রী ইউনিয়নের এই মেম্বার দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে থানচি থানায় একটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাঠে মাঠে সোনালি ধান মীরসরাইয়ে ভালো ফলন
পরবর্তী নিবন্ধঅধ্যাপক কাজী সামশুর রহমানের ইন্তেকাল