বান্দরবানের আলীকদমে ঘরের মধ্যে আগুনে পুড়ে ২ জন ম্রো যুবকের মৃত্যু হয়েছে। এসময় এক ম্রো যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার রাত আড়াইটার সময় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লাংড়ি মুরুং পাড়ায় ৩ জন যুবক মদ্য পান করে অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়ে। এসময় ঘরের মধ্যে থাকা কুপি বাতি থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।
এসময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা ২ যুবক আগুনে পুড়ে মারা যায়। নিহতরা হলেন লাংড়ি ম্রো পাড়ার বাসিন্দার ধনরই ম্রো কারবারির ছেলে রেংনং ম্রো (৩৬) এবং মাইর ম্রো-এর ছেলে রিংরাও ম্রো (৩২)।
অপরদিকে আহত অবস্থায় মেনরাই ম্রোকে(৪২) উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দমকল বাহিনী ও স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে একটি বসতঘর এবং ২ জন যুবকের মৃত্যু হয়েছে। আহত এক যুবককে চট্টগ্রামে পাঠানো হয়েছে।