বান্দরবানে আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি অফিস ভাঙচুরের ঘটনা

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

বান্দরবানে জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জিয়াস্মৃতি সংসদ অফিস ভাঙচুরের ঘটনায় জেলা আওয়ামী লীগের সহসভাপতিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা যুব দলের সহসভাপতি আবুল কালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেনজেলা আওয়ামী লীগের এ.কে.এম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরশাখা আওয়ামী লীগের সেক্রেটারি শামসুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভুঁইয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর ফাউন্ডেশনের ফাউন্ডার আনিসুর রহমান সুজন, শিবু চৌধুরী, জামাল চৌধুরী, বিমল কান্তি দাশ, রুবেল চৌধুরী, রাজু বড়ুয়া, মনির চৌধুরী, খলিলুর রহমান, রানা চৌধুরী, মহিউদ্দিন, নাছির চৌধুরী, নুর মোহাম্মদ কালু ও সোহেল ভান্ডারী।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাতে জয় বাংলা স্লোগান দিয়ে বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির সহযোগী সংগঠন জিয়া স্মৃতি সংসদ অফিস হামলা চালায় আওয়ামী লীগের দোসররা। এসময় অফিসের আসবাবপত্র, টেলিভিশন, জানালার কাঁচসহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। এছাড়া নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিষ্ফোরণের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ জানান, জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদিন কবরের পাশে গিয়ে নির্বাক দাঁড়িয়ে থাকেন বাবা
পরবর্তী নিবন্ধভুটানের জালে এবার বাংলাদেশের ৩ গোল