বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

| বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৪:৩৫ পূর্বাহ্ণ

বান্দরবান জেলায় সকল অবৈধ ও অননুমোদিত ইটভাটার কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৫ এর ২৪ জুলাই নির্দেশনার আলোকে মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। খবর বাসসের।

জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষার্থে এ নির্দেশ কার্যকর করা হচ্ছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাশার সিঙ্গেল পয়েন্ট মুরিং পাইপলাইন চালু করা যাচ্ছে না
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে ডাকাতি