বান্দরবানে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২০ আগস্ট, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

বান্দরবানে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মো. মিনহাজ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজের বাড়ি পৌরসভার বালাঘাটা এক নম্বর ওয়ার্ডের বাসিন্দার মো. তৈয়বের পুত্র।
সূত্র জানায়, উপজেলার কালাঘাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারি চালিত অটোরিকশার (টমটম) ধাক্কায় শিশু মিনহাজ আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে ওই শিশুর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অটোরিকশার ধাক্কায় মিনহাজ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক অটোরিকশার চালক মো. লোকমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধমামলার রায়ের পর সু চি বাড়ি ফিরতে পারেন : জান্তা প্রধান