খেলার ছলে দুই বন্ধু নদীতে নেমে এপার থেকে ওপারে যাওয়ার সময় নদীর পানির প্রবল স্রোতে পার্বত্য জেলার বান্দরবানের পৌর এলাকার বালাঘাটার বাসিন্দা মো. মারুফ (১৭) নামে এক কিশোর নদীতে নিখোঁজ হলে বিকালে তার লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে বান্দরবান পৌর এলাকার মধ্যম পাড়া সাঙ্গু নদীর খেয়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে নদী পার হতে পারা তার অপর বন্ধু বিষয়টি পরে সাঙ্গু নদীর তীরে বসবাস কারীদের জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সংবাদ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ কিশোরটিকে উদ্ধারে কাজ শুরু করে, পরে বিকালে তার লাশের সন্ধান মিলে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, সংবাদ পাওয়া মাত্র আমাদের টিম কাজ শুরু করে, পরে লাশ উদ্ধার করা হয়।












