বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের পর হত্যা

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ১:৪৬ অপরাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে এক পাহাড়ি নারীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে নোয়াপতং ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেচু পাহাড়ি গ্রামে মসলা বাগানে কাজ করতে যাওয়া এক পাহাড়ি নারীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের নাম চুইরাম্যা মারমা (৩৯)। সে পাড়ার কৃষক থুইচা প্রু মারমার স্ত্রী। ধারণা করা হচ্ছে বাগানে গাছ কাটতে যাওয়া শ্রমিকরা একা পেয়ে ঐ নারীকে ধর্ষণ করে লাশটি পাহাড়ের খাদে ফেলে রেখে পালিয়ে গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ধর্ষণের পর পাহাড়ি এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শুক্রবার করোনা আক্রান্ত ৯ জন
পরবর্তী নিবন্ধইপিজেডের সাজ ফ্যাশনে আগুন