বান্দরবানের রুমায় বন্য ভালুকের আক্রমণে কৃষক আহত

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৫৬ অপরাহ্ণ

বান্দরবানের রুমায় বন্য ভালুকের আক্রমণে এক কৃষক আহত হয়েছেন। আহত কৃষকের নাম তংতং ম্রো (৩৫)। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবু পাড়ার বাসিন্দা রিতু ম্রোর পুত্র। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের আবু পাড়া এলাকায় পাহাড়ে জুম ক্ষেতে কাজ করে ফেরার সময় বন্য ভালুকের আক্রমণের শিকার হন তিনি।
ভালুকের আক্রমণের খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনী রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, বন্য ভালুকের আক্রমণে এক কৃষক আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর আহত কৃষককে রাতে বান্দরবান পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক-পুঁজিবাজার চলবে আগের সময়সূচিতে
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে পুড়ল বনবিভাগের বাগান