বান্দরবানের রাজবিলায় লায়ন্স ক্লাবের চক্ষু চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালী, লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমোভ্যালী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্টাল জুবলী যৌথ উদ্যোগে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় পার্বত্য বান্দরবানের দুর্গম এলাকা রাজবিলায় প্রান্তিক জনগণের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

গত ২৫ জুলাই আয়োজিত এই ক্যাম্প পাহাড়ি জনগণের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এতে ৪৩০ জন রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এর মধ্য হতে ১১০ জন রোগীর ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নেয়া, সম্পূর্ণ বিনামূল্যে লেন্স স্থাপন করে তাদের বাড়ি পৌছে দেয়া হবে।

এ মানবিক কার্যক্রমে লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালীর উদ্যোগে সহযোগী হিসাবে ভূমিকা রাখার জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং কসমো ভ্যালী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্টাল জুবলি এবং কোয়ান্টাম ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আয়োজকরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন,এই ক্যাম্পটি চক্ষু চিকিৎসা সেবার পাশাপাশি এই হৃতদরিদ্র পশ্চাদপদ প্রান্তিক জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে এবং অন্ধত্ব নিবারণে একটি মাইলফলক সৃষ্টি করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগের নবাগত স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি
পরবর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান