বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তের ৪৯ নম্বর পিলারের ভাল্লুক খাইয়া এলাকার টেকিবুনিয়ার ছড়ার গহীন পাহাড় থেকে পুলিশ অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তবে মরদেহটি সীমান্ত অঞ্চলে কীভাবে এবং কোথা থেকে এলো তা এখনও জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, সীমান্তঞ্চলে মিয়ানমার বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়ে অজ্ঞাত ব্যক্তিটির মৃত্যু হয়ে থাকতে পারে। সীমান্তপথে মাদক চোরাচালান নিয়ে দ্বন্দ্বের কারণেও এ সংঘাত ঘটে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, সীমান্ত এলাকা থেকে অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।