বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বর্ণের বার সহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ স্বর্ণের বার সহ মোহাম্মদ ইউনুস (২৫) নামে এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করে।
সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত। তার কাছ থেকে ৩টি স্বর্ণের বারে ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, চোরাচালান এবং পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। ৩টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা হয়েছে।