গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে বদলির আদেশ প্রত্যাহার করা হয়েছে। খবর বাংলানিউজের।
গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক নিয়োগ দেয়। আর কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জ জেলায় বদলি করে।