বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ফের আগুনে পুড়লো ১১টি দোকান। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে আনুমানিক ২টার দিকে বাজারের একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের ১১টি বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অংসিংম্যা মারমা বলেন, সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দক্ষিণ–পশ্চিম প্রান্ত থেকে চিৎকার শুনে বাইরে এসে দেখি আগুন জ্বলছে। অনিল কান্তি দাশের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার পিয়ার মোহাম্মদ বলেন, রাত সোয়া ২টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে বাজারের ১১টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৩০ লাখের বেশি ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে বলি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান ও বেশ কয়েকটি বসতঘর পুড়ে গিয়েছিল। দেড় বছরের ব্যবধানে আবারও আগুন লাগায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।












