বান্দরবানের থানচি উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) আনুমানিক রাত ৯ টার দিকে চন্দ্র ত্রিপুরা (৬৮) ও পরের দিন দুপুরে রুমাতি ত্রিপুরা নামে সপ্তম শ্রেণি এক ছাত্রী মারা যান।
মঙ্গলবার (৪ জুলাই) থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের আগে ওই এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। তবে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকায় সেখানে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি। এ কারণে ওষুধ সরবরাহ করা সম্ভব হয়নি।
রুমাতি ত্রিপুরা থানচি যিহোবা যিরি ব্যাপ্টিস্ট মিশনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে এসেছিলো। চন্দ্র ত্রিপুরা ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অংতহা পাড়ার বাসিন্দা।
তিন্দু ইউনিয়নের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জমারুং ত্রিপুরা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির পর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। পাহাড়ের ঢাল বেয়ে আসা ঙাক্ষ্যং খালের ময়লা ও দূষিত পানি পান করার কারণে মিয়ানমার সীমান্তে ওই দুর্গম এলাকায় সবাসকারীদের ডায়রিয়া শুরু হয়।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যন ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, আমার ইউনিয়নে দুজন লোক মারা যাওয়ার খবরটি শুনেছি। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকার কারণে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।












