বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৩৩ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শনিবার বিজিবি ৫৭ ব্যাটেলিয়ানের সদস্যরা তাদের আটক করে। বিজিবি ও স্থানীয়রা জানায়, অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে আলীকদম উপজেলার সদর ইউনিয়নে আমতলী আশ্রয়ন প্রকল্পের অফিসে অবস্থান নেয় রোহিঙ্গারা। খবর পেয়ে বিজিবি ৫৭ ব্যাটেলিয়ানের সদস্যরা অভিযান পরিচালনা করে ৩৩ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। এদের মধ্যে ১৪ জন শিশু, ৯ জন নারী এবং ১০ জন পুরুষ রয়েছে।আলীকদম ৫৭ বিজিবি নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক জানান, আটক রোহিঙ্গাদের প্রয়োজনী খাবার পানি দিয়ে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। রোহিঙ্গাদের সীমান্তপথে পুনরায় পুশব্যাক করা হবে। পুশব্যাক কার্যক্র প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে আলীকদম আমতলী নদীঘাট হয়ে একটি দালাল চক্র রোহিঙ্গা পাচার করে আসছে। দালাল চক্রটি টাকার জন্য নারী–পুরুষের ও শিশু‘সহ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের একটি পরিত্যক্ত ঘরে আটক রেখেছিল। খবর পেয়ে স্থানীয় জনতা রোহিঙ্গাদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান
আটক রোহিঙ্গাদের বিজিবির মাধ্যমে সীমান্তপথে পুনরায় ফেরত (পুশব্যাক) পাঠানো হবে। অবৈধপথে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তাকারী দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।