ঢাকায় গ্রেপ্তার হওয়া তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আকতার তামান্নার একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। ভিডিও বার্তায় সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করে তার স্ত্রী বলেন, এতদিন পলাতক ছিলাম আমরা, এখন পলাতক থাকবে তোমরা। তোমরা খেলা শুরু করেছ, আমরা খেলা শেষ করব। কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা খরচ করে সাজ্জাদকে জামিন করে আনবেন বলেও তিনি মন্তব্য করেন।
তামান্না নগরীর পশ্চিম মাদারবাড়ীর জনৈক শফী মিয়াজীর কন্যা। ছোট সাজ্জাদ তার দ্বিতীয় স্বামী বলে পুলিশ জানিয়েছে। ছোট সাজ্জাদের স্ত্রী ভিডিওতে বলেন, হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে এরেস্ট হয়ছে, এটা নিয়ে এতো হাই (হই) হুল্লাস করার কিছু নাই, ঠিক আছে? মামলা যখন আছে এরেস্ট হবে, এগুলা নিয়ে এত টেনশন করে, দুঃখ প্রকাশ করার, কান্নাকাটি করার কিছুই নাই। আপনারা যারা ভাবতেছেন আমার জামাই এরেস্ট হয়ছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা। তিনি দুই আঙুলে ইঙ্গিতপূর্ণ মুদ্রা দিয়ে বলেন, আমরা কাড়ি কাড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এ ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
তিনি অ্যাকশন দিয়ে বলেন, মাথায় রেখো, এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার পালা। এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে। হুমকির সুরে তিনি বলেন, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করব আমরা।
তিনি সাজ্জাদের সতীর্থদের উদ্দেশ্য করে বলেন, আর যারা সাজ্জাদের সাপোর্টার আছো আমার জামাইর জন্য দোয়া করবা, যাতে ১০–১২ দিনের মধ্যে জামিন করাইতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।
ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে নানাজন নানা মন্তব্য করেছেন। কেউ কেউ ‘আমরা কোন সমাজের বাসিন্দা হতে চলেছি’ আক্ষেপ করে বলেন, একজন শীর্ষ সন্ত্রাসীর বউ ফেইসবুকে ভিডিও দিয়ে পুলিশ প্রশাসনসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবকিছু নিয়ে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য এবং হুমকি ধমকি দিলেন তা অকল্পনীয়। একজন লিখেছেন, ছোট সাজ্জাদের স্ত্রীর ভিডিও বার্তায় কোনো অনুশোচনা নেই, কোনো দুঃখবোধ নেই। কেমন এক তাচ্ছিল্য সবার প্রতি। কী ভয়ংকর হুমকি দিলেন তিনি!
একজন লিখেছেন, আদর্শ জামাইয়ের যোগ্য বউ। আবার কেউ লিখেছেন সন্ত্রাসীর সন্ত্রাসী বউ। একে আইনের আওতায় আনা হোক।
অপর একজন দেশের ‘সুস্থধারা এবং শুভচিন্তাকে’ সাজ্জাদের স্ত্রী তামান্না ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, সমাজের অধঃপতন ঠিক কতটুকু হলে এমন একটি ভিডিও বার্তা শুনতে হয় তা ভাবার সময় এসেছে।
ভিডিও নিয়ে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। কেউ কেউ তার সাহসের তারিফ করেছেন, আবার কেউ তাকে ‘মানসিক ভারসাম্যহীন, মাদকাসক্ত’ বলে উল্লেখ করেন। একজন লিখেছেন, এমন বউ একটি থাকলেই চলে। কেউ লিখেছেন পুরোটাই কলিজা, সাহস আছে। আবার একজন লিখেছেন, পিপীলিকার পাখা গজায়… ইত্যাদি।
সিএমপির একজন শীর্ষ কর্মকর্তা বিষয়টিকে পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন। অপর একজন কর্মকর্তা বিষয়টিকে পুলিশ সিরিয়াসলি নিয়েছে বলে জানান। তিনি বলেন, সাজ্জাদের স্ত্রীর ভিডিওর ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ছোট সাজ্জাদ গত শনিবার বসুন্ধরা সিটিতে স্ত্রীকে নিয়ে কেনাকাটা করার সময় গ্রেপ্তার হন। এর আগে সাজ্জাদও ফেইসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হুমকি দিয়েছিলেন। গতকাল তাকে চট্টগ্রামে এনে আদালতে উপস্থাপন করা হলে আদালত ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।