বানুর বাজার সুন্নিয়া মাদ্রাসায় পুনর্মিলনী

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৩৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার বানুর বাজারের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া (আলিম)’র ৪০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে দাতা সদস্য মুহাম্মদ মোবারক হোসেন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি

 

ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন। উদ্বোধক ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শফিউল আলম প্রমুখ। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, দাতা সদস্যের মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান, প্রাক্তন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষকশিক্ষিকাদের

সম্মাননা ক্রেস্ট প্রদান, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। মোহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ আবুল কাশেমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা ড. কামাল উদ্দিন আজহারী, মাওলানা আলী নেওয়াজ, মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মাওলানা হারুন উর রশিদ নুরী, মাওলানা মহিউদ্দিন নক্‌শবন্দী, মাওলানা

হাসান রজভী, মুহাম্মদ আলী আজম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সুফীবাদি ঘরনার মাদ্রাসাসমূহে লেখাপড়া করে শিক্ষার্থীরা শুধু মসজিদ মাদ্রাসা নয়, দেশ বিদেশের সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সুনামের সাথে বিভিন্ন পদে কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছাত্রলীগ কর্মী হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার এক