বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ফেনী কুমিল্লা এবং নোয়াখালীসহ বিস্তৃত অঞ্চলের বন্যা কবলিত মানুষদের সহায়তায় বন্দর কর্তৃপক্ষ কন্ট্রোল রুম চালুর পাশাপাশি একটি বোট সার্বক্ষনিক প্রস্তুত রেখেছে।
এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বানভাসী ৫ হাজার পরিবারে বিতরণের জন্য বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরণের শুকনো খাবারসহ নানা সামগ্রী প্রদান করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, বানভাসী মানুষদের সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে প্রচুর খাদ্যসামগ্রী প্রদান করেছে। বাংলাদেশ নৌবাহিনী গতকাল থেকেই এসব সামগ্রী দুর্গতদের মাঝে বিতরণ শুরু করেছে বলেও তিনি জানান।