বানভাসি মানুষের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন

| রবিবার , ১৩ আগস্ট, ২০২৩ at ১:০৪ অপরাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের উদ্যোগে সাতকানিয়াস্থ ১নং চরতি ইউনিয়নের তুলাতলি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৩০০ পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী ও মশারি বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী।

স্থানীয় সামাজিক সংগঠন তুলাতলী ইসলামি কালচারাল সোসাইটি ত্রাণ বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করে। মো. সাকিবুর রহমানের সঞ্চলনায় এবং ক্বারী মওলানা এনামুল হকের কোরান তেলওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসি লায়ন একেএম এ মুকিত, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন এম ফজলে করিম, ক্লাব সহ সভাপতি লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন খালেদ রিসাদ, মো. ওসমান গণি, লিও আকাশ ইসলাম, লিও আবু তৈয়ব, লিও নয়ন ও লিও মারুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুলাতলী ইসলামি কালচারাল সোসাইটি ও তুলাতলী রহমানিয়া এবতেদায়ী মাদরাসা ও এতিম খানার সভাপতি জসিমউদদীন চৌধুরী, লুরুল আবছার চৌধুরী, কাসেম চৌধুরী, আবদুল মান্নান, মুহাম্মদ আবুল কাশেম, শফিকুল ইসলাম, আবদুর রশিদ, রহমতউল্লাহ, হাফেজ আবুল হোসেন, হাসান আলী, কাদের সওদাগর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্য শ্রীলঙ্কান ক্রাইসিস : লেশনস ফর ডেভেলপিং কান্ট্রিস শীর্ষক ওয়েবনিয়ার
পরবর্তী নিবন্ধগঠনমূলক পর্যালোচনা-সমালোচনার আসরই হলো বিতর্ক