বানভাসি মানুষের পাশে আল আমিন হাশেমী দরবার

| বৃহস্পতিবার , ২৯ আগস্ট, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

বায়েজিদ থানাস্থ কুলগাঁও আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফী আল্লামা কাযী মোহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর অনুমতিক্রমে ফেনী, কুমিল্লা, বসন্তপুর, চান্দিনাসহ আশেপাশের এলাকায় ২০ হাজার বানভাসির মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আধ্যাত্মিক মানব সেবা মূলক অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট, শাহ আমিনীয়া ফাউন্ডেশন ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ বিতরণের সময় পীরে ত্বরিকত আল্লামা কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেন, দেশে বন্যাপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসা ও মানবিক সাহায্য দিয়ে অবদান রাখা আমাদের তথা দেশবাসীর নৈতিক দায়িত্ব। এ লক্ষ্যেই আমাদের আল আমিন হাশেমী দরবার শরীফ তথা শাহ আমিনীয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে এই কর্মসূচি দিয়ে বানভাসি মানুষের পাশে আছে। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে আরো দ্বিগুণ উৎসাহে ত্রাণ সামগ্রী, আর্থিক অর্থ নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, শাহজাদা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধবন্যা দুর্গতদের পাশে আল মানাহিল ফাউন্ডেশন