বানভাসিদের কষ্ট বাড়াচ্ছে বৃষ্টি

বিপৎসীমায় ৯ নদী, বন্যা বাড়ার শঙ্কা সিলেটে চলছে ট্রেন, যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজাদী ডেস্ক | সোমবার , ২০ জুন, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাড়িঘর ডুবে আশ্রয়ের খোঁজে থাকা বানভাসিদের পিছু ছাড়ছে না বৃষ্টি। দিনভর অঝোর বর্ষণে উজানের পাহাড়ি ঢল তীব্র হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে অগুণিত পানিবন্দি মানুষ নিদারুণ কষ্ট সইছেন, অসহায় হয়ে পড়েছেন। মাস কয়েক আগের দুই বন্যায় যা হয়নি; এবার কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক তৃতীয় দফার বানের পানিতে ঘরবাড়ি তলিয়ে যেতে শুরু করলে বিপদে পড়ে যায় সিলেট, সুনামগঞ্জের মানুষ। শুকনো স্থানে নিরাপদ আশ্রয়ই এখন তাদের প্রধান চিন্তা।

দুই দিন পানিবন্দি থাকার পর এখনও অনেকেই নিরাপদ দূরত্বে সরে যেতে পারেননি। সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় কাছে কিংবা দূর দূরান্তে আটকে পড়াদের উদ্ধারে সরকারি-বেসরকারি তৎপরতা বাড়িয়েও কাজ হচ্ছে না। এর সঙ্গে খাবারের কষ্ট যোগ হলে ভোগান্তি ভয়াবহ রূপ নিয়েছে। সুনামগঞ্জ ও সিলেটে বন্যায় ২ জনের মৃত্যু হয়েছে। পানি নামায় সিলেট স্টেশন থেকে চলছে ট্রেন। বন্যাকবলিত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের অন্তত ১২ জেলার ৭০ উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। ৯টি নদীর ১৮টি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় আসছে পরিস্থিতির অবনতির পূর্বাভাস। বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, আমরা জেনেছি, তিনি (প্রধানমন্ত্রী) মঙ্গলবার আসবেন। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।

শনিবারও বৃষ্টির পানি বাড়ায় সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ এবং সিলেটের ৬৫ শতাংশের বেশি এলাকা প্লাবিত হয়েছে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য। সুনামগঞ্জের পাশের জেলা নেত্রকোণাও ডুবতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়েও ভারী বৃষ্টি হয়েছে। এতে পাহাড়ি ঢল আরও বেগ পেয়েছে; যার দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যেই ভারী বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস আরও শঙ্কা জাগাচ্ছে; আগামী দুই দিনে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার পাশাপাশি উত্তরের আট জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আভাস দিয়েছে।

বন্যাকে ঘিরে চারদিক থেকে আসা নানা খবরের মধ্যে নতুন দুঃসংবাদ হাওর এলাকা নেত্রকোনার পানিতে ভাসতে শুরু করার খবর। অন্তত ১৩টি জেলায় বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দুজনের মৃত্যু : সুনামগঞ্জ ও সিলেটে এবারের বন্যায় এসএসসি পরীক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। তিনি বলেছেন, সিলেটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সুনামগঞ্জের অবস্থা একই রকম রয়েছে, দশ জেলার পরিস্থিতির অবনতি হয়েছে। দেশে প্লাবিত ১২ জেলার মধ্যে ৭০টি উপজেলার ৪০ লাখ পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার তৎপরতা চলছে বলে জানান তিনি। তিনি বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে ভাটির দিকে দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে।

সিলেট স্টেশন থেকে চলছে ট্রেন : বন্যার পানি ওঠায় সিলেট রেলস্টেশন থেকে বন্ধ থাকা ট্রেন চলাচল একদিন পর ফের চালু হয়েছে। গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে এই স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয় বলে জানান সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

উদ্ধার চলবে শেষ পর্যন্ত : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সবাইকে উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে তারা।

তিনি বলেন, আশা করা হচ্ছে মঙ্গল ও বুধবার থেকে পানি কমে সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতি উন্নতি হবে। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ ও সিলেটে এই পর্যন্ত ৮০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। জিআর থেকে ২০ কোটি টাকা চাওয়া হয়েছে।

বিরাজমান বন্যা পরিস্থিতি নিয়ে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, এ বছর বৃষ্টির প্রকোপটা বেশি। উজানেও বৃষ্টি হচ্ছে। প্রি-মনসুন থেকে একটু একটিভ। সার্বিক বিরূপ পরিবেশে এক্সট্রিম ইভেন্টগুলো বাড়ছে। বন্যার প্রাদুর্ভাব একটু বাড়ছে। সে অনুসারে আমাদেরও প্রস্তুতি বাড়াতে হবে। বাঁধ শক্তিশালী করার পাশাপাশি আশ্রয়কেন্দ্র বাড়ানো, বন্যার সঙ্গে সঙ্গে ভাঙনের প্রবণতাও বাড়ে। এর প্রটেকশনও দিতে হবে। খাবার, বিশুদ্ধ পানিসহ ত্রাণ সরবরাহ, পুনর্বাসনের বিষয় রয়েছে। বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে।

সুনামগঞ্জের পানিবন্দি মানুষ খাবার সংকটে : পানিবন্দি তিনটি দিন পেরিয়ে এসে খাবারের সংকটে পড়েছে সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষ। এই বিপদে গবাদিপশু নিয়ে কী করবেন, সেই মাথাব্যথাও তাদের ভোগাচ্ছে। জনপ্রতিনিধিরাও বলছেন, তাদের কাছে মানুষ ত্রাণ চাইছে; কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন ২৯ লাখ মানুষের এই জনপদে সবার কাছে পৌঁছানো যাচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গ্রামের দিকে মানুষ; যারা এখনও আশ্রয়কেন্দ্রে যেতে পারেননি।

কুড়িগ্রামে অবনতি, শিশুর মৃত্যু : কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতির মধ্যে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে শনিবার বেলা ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়ে বলে জেলা সিভিল সার্জন মঞ্জুর-এ-মোর্শেদ জানান। নিহত মাকসুদা জান্নাত (১১) দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকারপাড়া গ্রামের মাঈদুল ইসলামের মেয়ে। এদিকে জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্যাকবলিত সরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ : দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে জলমগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

ঢাকাও ডুবতে পারে : অতি মাত্রায় বৃষ্টি ও উঁচু অঞ্চল থেকে পানি আসলে ঢাকাও প্লাবিত হতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল সচিবালয়ে এক বৈঠকের আগে যেকোনো খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, নিম্নাঞ্চল কিন্তু দ্রুত প্লাবিত হয়। আমরা এখনও সব কাজ করে ফেলতে পেরেছি, তা নয়। কিছু খাল দখলমুক্ত করা হয়েছে, উদ্ধারের কাজ আরও চলমান আছে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্প পার্কে জনবল নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চান ইঞ্জিনিয়ার মোশাররফ
পরবর্তী নিবন্ধব্যবসা প্রতিষ্ঠানে বসছে আরো ৮শ ইএফডি মেশিন