বাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

সরকারে পালাবদলের পর এবার পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তারা হলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সেলিম মো. জাহাঙ্গীর এবং পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি ওয়াই এম বেলালুর রহমান। গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে সরকারি চাকরি আইনের ৪৫ ধারাবলে জনস্বার্থে তাদের অবসরে পাঠানোর আদেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধারাবলে সরকার চাইলে কারণ দর্শানো ছাড়াই প্রজাতন্ত্রের কোনো কর্মচারীকে চাকরি থেকে অবসর দিতে পারে। এতে চাকরি হারানো কারও আপিলেরও সুযোগ থাকে না।

৪৫ ধারায় বলা হয়েছে, চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যেকোনো সময় কোনো কর্মকর্তাকে পেনশনে পাঠাতে পারবে। তবে এ সময় তিনি সব সুযোগসুবিধা বা পেনশনাদি পাবেন। খবর বিডিনিউজের।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এ তিনজনকে নিয়ে এখন পর্যন্ত চাকরির মেয়াদ ২৫ বছর পার হওয়া ৩০ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ তালিকা আরও বড় হতে পারে বলে তথ্য দিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গত ২২ সেপ্টেম্বর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ছয়জনকে। তারা হলেন অতিরিক্ত আইজি দেবদাস ভট্টাচার্য ও আরআরএফের পুলিশ সুপার মীজানুর রহমান, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি (সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এ কে এম হাফিজ আক্তার, রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকমের ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) বশির আহম্মদ, ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শামীম অর রশীদ তালুকদার, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকির।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ১০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনজুমানে কাদেরীয়া চিশতীয়ায় সিদ্দিকে আকবর (রা.) স্মরণে মাহফিল