জীবনে চলার পথে আসবে কত শত বাধা
তাই বলে কি থেমে যাবে যাত্রা তরীর পালা?
কষ্ট পেলেই তো বুঝতে পারবে জীবনের গতিবিধি,
মানুষ চিনতেও ভুল হবে না দুষ্টের শিরোমণি।
আঘাতই হবে তোমার শক্তি সাহস প্রেরণার মধ্যমণি,
শত ব্যথাতেও ভয় পেয়ো না করে নিও আলিঙ্গন।
স্বীয় চিন্তায় বুদ্ধি বলে এগিয়ে যাবে সর্বক্ষণ,
গুটিবাজরা চাল চালবে হইও না বিচলিত।
সৃষ্টিকর্তায় রক্ষাকর্তা জানে না বোকার দল,
যে যেরকম কর্ম করবে ফল পাবে চিরন্তন।
অন্ধকারে ডুবে না থেকে জ্ঞানচক্ষু খোলো,
বিধাতাকে স্মরণ করে জীবনের সূচনা কর।
ন্যায় নীতি ঠিক থাকলে সাধ্য কারো নাই ভাঙার,
দুশ্চিন্তা ছুড়ে ফেলে সঠিক লক্ষ্যে হও বলিয়ান।
হিংসে যারা করে তারাই তো তোমার শক্তি দাতা,
জেদ ও তেজের বলে বাড়াও চিত্তের একাগ্রতা।
চোখের জলে ভিজিও না আর দিবারাত্রি নিশি,
মনকে কর শক্ত আর ভয় ভীতি করো অতিক্রম।
বন্ধুত্ব কর বইয়ের রাজ্যে বাড়াও মনের প্রসারতা,
হাসিখুশি থাকো সবসময়ই আর নিজেকে যত্নে রেখো।
দেখবে নিজেকে কতটা সুখী ও অরিন্দম সুখানুভূতি,
পৃথিবীটা হবে রঙিন সোনালীর শুভ্র প্রভায় আলোকিত।