যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সেনা প্রত্যাহার করে নিচ্ছে তার প্রশাসন। আইনি চ্যালেঞ্জ ও স্থানীয় নেতাদের বাধার মুখে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। খবর বিডিনিউজের।
তবে সেনা প্রত্যাহারের ঘোষণার পরও ট্রাম্প বলেছেন, অপরাধ বাড়লে সেনাদেরকে আবার ফেরানো হতে পারে। এই তিন শহরের নেতারা এবং ডেমোক্র্যাটদের ভাষ্য, ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন অপ্রয়োজনীয় পদক্ষেপ।
তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ক্ষমতার বাইরে গিয়ে শহরগুলোতে সেনা মোতায়েন করা এবং এ পদক্ষেপকে ন্যায্যতা দিতে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাকে অতিরঞ্জিত করার অভিযোগ তুলেছেন। তবে ট্রাম্প বলছেন, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ওয়াশিংটন ডিসি, মেমফিস এবং পোর্টল্যান্ডে সেনা মোতায়েন প্রয়োজনীয় পদক্ষেপ। অপরাধের বিরুদ্ধে লড়াই, ফেডারেল সম্পত্তি রক্ষা এবং বিক্ষোভকারীদের কাছ থেকে কর্মকর্তাদের সুরক্ষার জন্য সেনা মোতায়েন করা দরকার। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমরা শিকাগো, লস অ্যাঞ্জেলেস এবং পোর্টল্যান্ড থেকে ন্যাশনাল গার্ড সরিয়ে নিচ্ছি।












