‘বাদুরতলা বহদ্দারহাট চকবাজারের জলাবদ্ধতা নিরসন দাবি’

| মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা কমিটির অধীন বহদ্দারহাট শাখার সভা গত ১৪ জুন বাদুরতলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. জামাল উদ্দিন।
সভায় অতিথি ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য ও পাঁচলাইশ থানা সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ। বক্তব্য দেন থানা সভাপতি মোহাম্মদ মুছা, প্রদীপ সরকার, ডা. মোহাম্মদ মহসিন ও মাহাবুবুর রহমান। বক্তারা জনগণের আকাঙ্ক্ষিত বাজেট প্রণয়ন, সবার জন্যে ভ্যাকসিন নিশ্চিত, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাদুরতলা, বহদ্দারহাট ও চকবাজারের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সভা
পরবর্তী নিবন্ধচসিক সিবিএর সাথে অস্থায়ী কর্মকর্তা কর্মচারী পরিষদের মতবিনিময়