বাদুরতলা জঙ্গী শাহ জামে মসজিদে সাঈদ আল নোমানের অনুদান প্রদান

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

বাদুরতলা জঙ্গী শাহ জামে মসজিদের উন্নয়ন কাজে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।গত শুক্রবার সাঈদ নোমানের পক্ষে নগদ ১ লাখ টাকা মসজিদ কমিটির হাতে তুলে দেন শুলকবহর মহল্লা সমাজকল্যাণ কমিটির সভাপতি গোলাম মনছুর ও বাদুরতলা কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতি শহীদুল আলম খসরু। মসজিদ কমিটির পক্ষে নগদ অর্থ গ্রহণ করেন মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক কামালুদ্দিন চৌধুরী, সদস্য সচিব সাইদুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন চৌধুরী, সদস্য ও বাদুরতলা মহললা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জাসেদ, খতিব আবুল হাসেম, আবু ইউসুফ, জহিরুদ্দিন মো. শাহজাহান বাবুল মেম্বার, হাজী সেলিম, রিদোয়ান হোসেন জনি, নাসির উদ্দিন প্রমুখ। এর আগে গত গুক্রবার বাদুরতলা জঙ্গী শাহ জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে মুসুল্লিদের সাথে কুশল বিনিময় করেন বিনএনপি নেতা সাঈদ আল নোমান তুর্য। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কামালুদ্দিন চৌধুরী মসজিদের বকেয়া বিদ্যুৎ বিলের জন্য বিনএনপি নেতা সাঈদ আল নোমান তুর্যের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সভা
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে বিদেশি ভাষা শিক্ষা কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু