শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১২নং বাদুরতলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বাদে আসর জঙ্গি শাহ মাজার গেইট চত্বরে এক এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
নাজিরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক অলি আহাদ, মুহাম্মদ শওকত ইমরান, মুহাম্মদ ইউনূস কোম্পানি, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, দেশ ও দেশের মানুষ বিশেষত যুবকদের খুব ভালবাসতেন যুগশ্রেষ্ঠ গাউছুল আজম (রাঃ)। এ মনীষীর লাখো অনুসারীর মধ্যে অধিকাংশই যুবক। তাঁর প্রতিটি ওয়াজ মাহফিলে ও নসিহতে থাকতো যুবকদেরকে কোরআন–সুন্নাহ্র পথে জীবন গঠনের আহবান। পরিশেষে দেশ–জাতির উন্নতি–অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ–কিয়াম শেষে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












