নগরীর পাঁচলাইশ থানাধীন বাদুরতলায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এম এ এ্যাপারেলস নামের একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে বহদ্দারহাট থেকে চকবাজার পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ বিকেল সাড়ে তিনটার দিকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, বকেয়া বেতনের দাবিতে পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।