নগরীর বাদুরতলা আল মাদানি রোডে যাত্রা শুরু করেছে আবাসন প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেডের ‘গ্র্যান্ড শফি’। শনিবার দুপুরে শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম গ্র্যান্ড শফির কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বল্পমূল্যে সবার জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে ইস্ট ডেল্টা গ্র্যান্ড শফি দিচ্ছে আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট। এককালীন ও ১৮ মাসের কিস্তিতে কেনা যাবে ইস্ট ডেল্টা গ্র্যান্ড শফির ফ্ল্যাট। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সাবেক কাউন্সিলর ও গাউছিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী। ইস্ট ডেল্টা হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গফ্ফার মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মালিক মোহাম্মদ শফি, লেদু মেম্বার, শিব্বির আহমেদ ওসমানী, সাংবাদিক হাসান মুকুল, আবু মোশাররফ রাসেল, নাজিমুদ্দিন অ্যানেল, যিকরুল হাবিব ওয়াহিদ, নাসিব চট্টগ্রাম মহানগরের সহসভাপতি নারগিস আক্তার নীরা, মিজানুর রহমান বাপ্পি প্রমুখ। অনুষ্ঠানে কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন, আবাসন ব্যবসায় ইস্ট ডেল্টা হোল্ডিংস লিমিটেড একটি প্রতিষ্ঠিত নাম। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি আবাসন খাতে সুনামের সাথে ব্যবসা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাদুরতলায় গ্যান্ড শফির কাজ শুরু হতে যাচ্ছে। আশাকরি অতীতের ন্যায় এই প্রকল্পটিও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবে। শুধু ব্যবসা নয়, আবাসন আমাদের মৌলিক অধিকারের একটি। আবাসন কোম্পানিগুলো সরকারের উন্নয়নমূলক নানা কর্মকান্ডে কাজ করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।