নগরীর আকবরশাহ থানার একটি বিষ্ফোরক মামলায় বাদীকে জেরা করেছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহেদীন বাংলাদেশে’র (জেএমবি) চারজন জঙ্গি।
গতকাল বুধবার দুপুরে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূ্্ঁইয়ার আদালতে তারা বাদীকে জেরা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নোমান চৌধুরী আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে আমরা তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছি। বুধবার বাদী (তৎকালিন আকবরশাহ থানার এসআই) শহীদের রহমানের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। একপর্যায়ে তিনি সাক্ষ্য প্রদানও করেন। এরপরই চার জেএমবি সদস্য বাদী শহীদের রহমানকে এজাহার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেরা করেন। মূলত, তাদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় মামলার বাদীকে নিজেরাই জেরা করেছেন।
আদালত সূত্র জানায়, সাক্ষ্য প্রদানকালে বাদী শহীদের রহমান আদালতকে বলেন, এজাহার ও চার্জশীটভুক্ত আসামি মো. এরশাদ হোসেন প্রকাশ মামুনকে (২০) বিষ্ফোরকসহ ধরে পুলিশে দেন স্থানীয় লোকজনই। পরে এ ঘটনায় মামলা করা হয়। জানা গেছে, ২০১৫ সালের ২৩ মার্চ নগরের আকবর শাহ থানাধীন এন আর স্টিল মিলের সামনে মীর আউলিয়া মাজার রোড এলাকায় ওয়াসিমের ভাড়া ঘর থেকে বোমা তৈরির গান পাইডার ও বিভিন্ন বইসহ মো. এরশাদ হোসেন প্রকাশ মামুন নামের জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ঘটনার সময় পালিয়ে যেতে সক্ষম তিনজনকেও গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বুলবুল আহমেদ, মো. মাহবুবুর রহমান ও মো. সুজন। স্পর্শকাতর এ মামলায় আগামী বছরের ১৯ জানুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নোমান চৌধুরী।