শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ১৩নং সাবানঘাটা শাখার উদ্যোগে খাজা রোড বাদামতলায় মুন্সি বাড়ি জামে মসজিদে এশায়াত মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে।
মুন্সি বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মুনিরুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ হাসান, মসজিদ পরিচালনা কমিটির সচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাজিম উদ্দিন, নাজিরহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মুহাম্মদ শওকত ইমরান, মুহাম্মদ শোয়েব মিথুন, মুহাম্মদ শহীদুল্লাহ, মুহাম্মদ সেলিম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আল্লাহ ও রাসূল প্রেমিক মোমেন হতে হলে শরীয়তের পাশাপাশি তরিক্বত চর্চা করতে হবে। পরিশেষে দেশ–জাতির উন্নতি–অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ–কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












