বাদল দিনে

বিভাস গুহ | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আষাঢ় মাসে ব্যস্ত চাষী মাঠে ফসল ফলাতে, ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে গাছের সবুজ পাতাতে। পাল তোলে নাও ছুটে চলে কোন্‌ অজানায় কে জানে/ মধুর সুরে গান গেয়ে যাই ভালোলাগায় মন টানে। পুকুর নদী বিলে খালে গাঁয়ের মানুষ মাছ ধরে/ বৃষ্টির ছোঁয়ায় কোলা ব্যাঙটা ঘ্যাঙর ঘ্যাঙর গান করে। কদম কেয়া হাসনা হেনার গন্ধে সবার মন মাতে/ গাছের ডালে পাখিরা সব গায় যে সুরে একসাথে। মেঘলা আকাশ বাদল দিনে মন ছুটে যায় দূর পানে/ হঠাৎ কোনো বিরহের সুর ভেসে আসে দুকানে।

পূর্ববর্তী নিবন্ধজলবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিন
পরবর্তী নিবন্ধফিরছে তামিম