চন্দনাইশে সড়কের পাশে অবস্থিত বাথরুমে নিয়ন্ত্রণহারা একটি লেগুনা ঢুকে পড়লে তাতে মর্মান্তিকভাবে প্রাণ হারান এক গৃহবধূ। তার নাম দিলু আকতার (৩১)। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন দেওয়ানহাট হাছনদন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চলাচলরত একটি লেগুনা গতকাল বুধবার সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার দেওয়ানহাটস্থ জসিম কনভেনশন সেন্টার সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থিত মোহাম্মদ হোসেনের বাড়ির বারান্দা লাগোয়া বাথরুমে ঢুকে পড়ে। ওই সময় বাথরুমে ছিলেন তার স্ত্রী দিলু আকতার। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. কাউসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।