চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দুই উপ–সহকারী প্রকৌশলীকে ‘নিয়মবহির্ভূতভাবে’ সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) করার অভিযোগ উঠেছে। এরা হচ্ছেন এনামুল হক এবং আমির আবদুল্লাহ খাঁন। বিদ্যুৎ উপ–বিভাগে পদে কর্মরত এ দুইজনকে প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেছেন চসিক সচিব খালেদ মাহমুদ। এর মধ্যে এনামুলের হকের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমকে মতামত পাঠাতে বলা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনামুল হক বাতি পরিদর্শক হিসেবে অস্থায়ীভাবে যোগ দেন। ২০০৯ সালে তাকে উপ–সহকারী প্রকৌশলী পদে স্ব–বেতনে চলতি দায়িত্ব দেয়া হয়। তবে অনিয়মতান্ত্রিকভাবে উপ–সহকারী করা হয় বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার চসিকে পাঠানো একটি দাপ্তরিক পত্রে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, আবার তাকে বিধি বর্হিভূতভাবে প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতেই সহকারী প্রকৌশলী এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। অথচ দায়িত্ব প্রদানকালে তার মূল পদ বাতি পরিদর্শক উল্লেখ করা হয়নি।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চসিকের গ্রেডেশন তালিকাতেও এনামুল হকের নাম নাই। নিয়োগ বিধিমালায় বিধান না থাকা সত্ত্বেও কৌশলে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। যার ফলে কর্পোরেশনে কর্মরত উপ–সহকারী প্রকৌশলীদের মধ্যে মারাত্মক ক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
মন্ত্রণালয় থেকে মতামত জানতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করে চসিকের সচিব খালেদ মাহমুদ দৈনিক আজাদীকে বলেন, মেয়র মহোদয়ের অনুমোদন ছাড়া কী অফিস আদেশ জারি করার সুযোগ আছে? অতিরিক্ত দায়িত্ব দিলে অনিয়ম হবে না। পদোন্নতি হলে অনিয়ম হতো। কর্পোরেশনে বর্তমানে অনেক লোক স্ব–বেতনে অতিরিক্ত দায়িত্ব পালন করছে। যেহেতু পদগুলো খালি আছে তাই কাজের স্বার্থে অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো।