তিনি ছিলেন এই চট্টগ্রামে আলোর বাতিঘর,
কাউকেই কখনো তিনি ভাবেননি পর।
জ্ঞানের সাধক ছিলেন তিনি, তিনি শব্দের চাষী,
তাইতো আমরা সবাই তাঁকে আজো ভীষণ ভালবাসি।
সাদা পোশাকে মনে হতো তিনি এক পবিত্র ফুল,
ভক্ত অনুরাগীরা ছিল তাঁর প্রেমে মশগুল।
প্রথমেই আলো জ্বেলে ছিলেন তিনি শিক্ষাঙ্গনে ,
তারপর ভালবাসার টানে এলেন মুক্তাঙ্গনে।
গণমানুষের জন্য জড়ালেন রাজনীতিতে,
ঢেলে দিলেন মনখানি তাঁর দেশপ্রীতিতে।
হলেন মুক্তিযোদ্ধা, হলেন সৈনিক অকুতোভয়,
ন ন‘টি মাস যুদ্ধ করে ছিনিয়ে আনলেন জয়।
তাঁকে ছোঁয়নি কখনো দূষণ,
নম্রতা, ভদ্রতা বিনয় তাঁর অপূর্ব ভূষণ।
শুভ্র বিবেক ছিল তাঁর অমূল্য সম্পদ।
তাঁকে পেয়ে চিরধন্য এই জনপদ।
ছিল না তাঁর কোন অহংকার, ছিল না উচুঁ নীচু ভেদ,
তিনি আমাদের গর্ব অধ্যাপক মোহাম্মদ খালেদ।