বাণিজ্য মেলায় স্টল দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন কাজির দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কাজির দেউড়ি ২নং গলির আব্দুর রাজ্জাক ভবনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মঈনুদ্দিন (৩০)। তিনি চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার মৃত আব্দুল মাবুদের পুত্র। আর আহত ব্যক্তি হচ্ছেন মো. মোবারক (২৭)। তিনি একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলোগ্রাউন্ডে বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে পূর্ব পরিচিত আবু আহম্মেদ বাবুর (পিস্তল বাবু) সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মো. মঈনুদ্দিন ও মো. মোবারক ছুরিকাঘাত করে পিস্তল আবু।

এসময় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার মো. মঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানর ওসি জাহিদুল কবির বলেন, মৃতের লাশ জরুরি বিভাগ মর্গে আছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে বাসচাপায় পত্রিকার হকার নিহত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১০ হাজার অবৈধ এলপিজি সিলিন্ডারসহ ৯ জন গ্রেপ্তার