বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠান

কর্মীদের দক্ষ করার লক্ষ্যে বিনিয়োগ করুন : নওফেল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ জুলাই, ২০২২ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গতকাল বিকেলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, বর্তমান বিশ্বে খাদ্য ও জ্বালানি সংকট চলছে। এক্ষেত্রে আগামী দিনের জন্য প্রস্তুতি হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে আমাদের সাশ্রয়ী হতে হবে। রপ্তানি বহুমুখীকরণ সম্ভব না হলে বৈদেশিক মুদ্রার উপর চাপ বৃদ্ধি পেতে পারে। বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের রিজার্ভ সবচেয়ে ভালো অবস্থানে আছে। ছয় মাসের অধিক আমদানি ব্যয় নির্বাহ করার সক্ষমতা আমাদের রয়েছে। দেশের অর্থনীতির বেশির ভাগ নির্দেশক সন্তোষজনক। তবে ভবিষ্যতের চাহিদা বিবেচনায় আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে শিল্প ও সেবা খাতের জন্য প্রয়োজনীয় দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তিনি শিল্পোদ্যোক্তাদের আঠার বছরের ঊর্ধ্বে ছাত্র ছাত্রীদের ইন্টার্ন হিসেবে নিয়োগ প্রদান এবং নিজেদের কর্মীদের দক্ষ করার লক্ষ্যে বিনিয়োগের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, চিটাগাং চেম্বার ব্যবসা বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থনৈতিক গতিধারাকে সহায়তা করতে সরকার বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বে-টার্মিনাল নির্মাণ, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক আট লেনে উন্নীত করা এবং মীরসরাই বঙ্গবন্ধু শিল্প নগর বাস্তবায়ন করছে। তিনি সেবা খাতে পঞ্চম শিল্প বিপ্লবের প্রস্তুতি হিসেবে আমাদের সক্ষম জনশক্তিকে কাজে লাগানো এবং ডিজিটালাইজেশনের উপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, করোনা অভিঘাতের পরেও সরকারি ইনসেনটিভসহ বিভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের অর্থনীতিতে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উন্নত বিশ্বও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। সরকার ব্যয় সংকোচনের মাধ্যমে প্রায় ৩২ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। তিনি জঙ্গল সলিমপুরে সরকারি জায়গায় বিশেষায়িত হাসপাতাল, স্পোর্টস ভিলেজ, ইকো পার্ক এবং গ্রীন ইন্ডাস্ট্রি নির্মাণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ যোগাযোগের ক্ষেত্রে একধাপ এগিয়ে গেছে। বৃহত্তর চট্টগ্রামে টানেল, গভীর সমুদ্র বন্দর, কঙবাজার রেললাইন, বে-টার্মিনাল ইত্যাদি মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু শিল্প নগরে দশ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে বন্দর সচল রাখা এবং চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক নির্বিঘ্নে চালু রাখার ক্ষেত্রে চেম্বার সবসময় সরকারের সাথে কাজ করে থাকে। দেশীয় বিভিন্ন পণ্যের পরিচিতির লক্ষ্যে প্রতিবছর চেম্বার এই মেলা আয়োজন করে। তিনি অগ্রাধিকারভিত্তিতে বে-টার্মিনালের কাজ সম্পন্ন করা, মেলার জন্য একটি স্থায়ী ভেন্যু প্রদান, চট্টগ্রামের আঞ্চলিক সরকারি দপ্তরসমূহের ক্ষমতায়ন, আইসিডিসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং ব্লু-ইকনোমির সম্ভাবনার সদ্ব্যবহারে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, দেশে শিল্পায়নের প্রসার, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন, নিম্নবিত্তের জনগণের অবস্থার উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিশাল অবদান রয়েছে। উৎপাদিত পণ্যসমূহের প্রচার, বিপণন ও প্রসারের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে চেম্বারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা অন্যতম আয়োজন। আমাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার পরিচালক ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২ এর চেয়ারম্যান একেএম আক্‌তার হোসেন। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, অঞ্জন শেখর দাশ, মো. ওমর ফারুক, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, এসএম তাহসিন জোনায়েদ, তানভীর মোস্তফা চৌধুরী ও মোহাম্মদ নাসিরুল আলম ফাহিম প্রমুখ।
এবারের মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে জুরি বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ বিবেচিত প্যাভিলিয়ন এবং স্টলকে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হয়। এবারের মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রথম আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড, দ্বিতীয় বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় প্রাণ আরএফএল গ্রুপের মিঠাই, স্টলসমূহের মধ্যে মিল্কভিক বাংলাদেশ লিমিটেড, গোল্ডেন ইনফিনিটি লিমিটেড ও শার্টবাজার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, বাণিজ্য মেলা আজ শুক্রবার রাত ১১টা পর্যন্ত চলবে।

পূর্ববর্তী নিবন্ধপথচারীর মোবাইল ছিনিয়ে ট্রাফিকের হাতে ধরা ছিনতাইকারী
পরবর্তী নিবন্ধনিন্দা জানিয়ে বিএমএর বিবৃতি