বাণিজ্যিক সিনেমায় নতুন স্টাইল তৈরির চেষ্টা করছি : রাফী

| বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গে ‘তুফান’ সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি বলে কলকাতার সংবাদমাধ্যমে নানা ধরনের খবর প্রকাশ হলেও পরিচালক রায়হান রাফী বলেছেন, সিনেমাটি কলকাতার অনেকের ভালোই লেগেছে। তার বিশ্বাস, দুই বাংলার সুপারস্টাররা একসঙ্গে কাজ করলে আগামীতে বাণিজ্যিক সিনেমা অন্য রূপ নেবে। বাংলাদেশের বাণিজ্যিক সিনেমা পশ্চিমবঙ্গে আরো জনপ্রিয় হবে। খবর বিডিনিউজের।

কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে ‘তুফান’, ঢাকাই সিনেমা এবং যৌথ প্রযোজনার কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন রাফী। তিনি বলেছেন, প্রচলিত বাণিজ্যিক ধারার কাঠামো ভেঙে, বাণিজ্যিক ধারার সিনেমা তৈরির পথেই হাঁটছেন তিনি। এছাড়া ‘তুফান’ দেখিয়ে বাংলাদেশের মুখ থুবড়ে পড়া অনেক হল মালিকই খরচ তুলে নিয়েছে বলেও দাবি করেন রাফী। পশ্চিমবঙ্গে ‘তুফান’ মুক্তি পেয়েছে ৫ জুলাই। প্রতিক্রিয়া কেমন জানতে চাইলে রাফী বলেন, খুবই ভালো। যারা সিনেমাটা দেখছেন, তাদের ভালো লাগছে। এখানে একটা কথা বলে রাখতে চাই। বাংলার সিংহভাগ দর্শক সহজ সরল। তাদের কথা ভেবেই সিনেমার ভাবনা। কারণ প্রচারের শুরুতেই আমি বলে দিয়েছিলাম, ‘কেজিএফ’, ‘পুষ্পা’ বা ‘অ্যানিমাল’ এর মতো সিনেমা হবে ‘তুফান’। পশ্চিমবঙ্গে এই সিনেমার ব্যবসা নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া এসেছে, সে বিষয়ে রাফী বলেন, আমি জানি চলচ্চিত্র সমালোচকদের কারো কারো হয়তো ‘তুফান’ তেমন ভালো লাগেনি। আমি তাদের মতামতকে শ্রদ্ধা করি। আজকের দিনে দাঁড়িয়ে একই সঙ্গে দুই শ্রেণিকে খুশি করা একটু কঠিন। আগামী দিনে আমরা আরো ভালো করব।

পূর্ববর্তী নিবন্ধকোপায় আর্জেন্টিনার ৩০ তম ফাইনাল
পরবর্তী নিবন্ধঢাকায় আসছেন রাহাত ফাতেহ আলী খান