বাণিজ্যিক আমদানির কিছু পণ্য অ্যাসাইকুডা সিস্টেম থেকে বাদ দেয়ার দাবি কাগজ ব্যবসায়ীদের

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:২৯ পূর্বাহ্ণ

আমদানি নীতি আদেশে (২০২১২০২৪) বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) তালিকাভূক্ত পণ্যসমূহের মধ্যে ৪৮০২১০০০ হতে ৪৮১০৩৯০০ এইচ কোডের পণ্যগুলো চট্টগ্রাম কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছে চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপ। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর লিখা এক চিঠিতে এ দাবি জানান চট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পেপার ইম্পোটার্স এসোসিয়েশনের সহসভাপতি মোহাম্মদ বেলাল। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এইচএস কোড ৪৮০২১০০০ হতে ৪৮১০৩৯০০ এর ৯৫ শতাংশ পণ্য বন্ড সুবিধায় আমদানি হয়। বন্ডের মাধ্যমে আমদানিকৃত পণ্যগুলো বিএসটিআই থেকে পরিদর্শন ছাড়া বন্দর থেকে খালাস করা হয়। বন্ড লাইসেন্স ছাড়া অন্যান্য প্রকৃত স্বচ্ছ ব্যবসায়ীরা একই এইচএস কোড (৪৮০২১০০০ হতে ৪৮১০৩৯০০) এর আমাদানিকৃত মুদ্রণ, প্রকাশনা ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত ডুপ্লেক্স বোর্ড, আর্টপেপার এবং আর্টকার্ডসমূহ বিএসটিআই’য়ের তালিকাভূক্ত পণ্যসমূহের এইচএস কোড কাস্টমসের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে অন্তর্ভুক্তকরণ করায় প্রকৃত স্বচ্ছ ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। বিশেষ করে বন্ড লাইসেন্সধারী ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ড লাইসেন্সের সুযোগ নিয়ে ৯৫ শতাংশ পণ্য বন্ডের মাধ্যমে আমদানি করে বিএসটিআই কর্তৃক পরিদর্শন ছাড়া দ্রুত পণ্য খালাসের সুযোগ পাচ্ছে। এছাড়া আমদানিকৃত এইচএস কোডের (৪৮০২১০০০ হতে ৪৮১০৩৯০০) পণ্য পরিদর্শনের জন্য বিএসটিআইয়ের সাথে যোগাযোগ করা হলে বিএসটিআই কর্তৃক জনবলের স্বল্পতার অজুহাতে এবং অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের জন্য পণ্য পরিদর্শনে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। এর ফলে আমদানিকৃত পণ্যের উপর পোর্ট ডেমারেজসহ অন্যান্য খরচ বেড়ে গিয়েছে।

চিঠিতে আরো বলা হয়, এনবিআরের একজন সাবেক সদস্য অসাধু বন্ড লাইসেন্সধারী কতিপয় ব্যবসায়ী বিভিন্ন ইপিজেডের মাধ্যমে গঠিত সিন্ডিকেট চক্র তাদের অসৎ উদ্দেশ্য সাধনে এনবিআরকে প্রভাবিত করার মাধ্যমে এ ধরনের হঠকারি আদেশ জারির ফলে বাস্তবে তা সরকারের রাজস্ব প্রাপ্তিকে বাধাগ্রস্ত করছে। এমতাবস্থায় এইচএস কোড যথাক্রমে ৪৮০২১০০০ হতে ৪৮১০৩৯০০ এর আমাদানীকৃত কাঁচামাল মুদ্রণ, প্রকাশনা, ওষুধ শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত ডুপ্লেক্স বোর্ড, আর্টপেপার এবং আর্টকার্ডসমূহ আন্তর্জাতিক গুনগত মানসম্পন্ন বিধায় (যাহা বাংলাদেশে উৎপাদিত হয় না) বিএসটিআই’য়ের তালিকাভূক্ত পণ্যসমূহের এইচএস কোড অ্যাসাইকুড ওয়ার্ল্ড সিস্টেম অন্তর্ভুক্তকরণ তালিকা থেকে বাদ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান বিজিএমইএর
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ইটভাটা মালিককে ৬ মাসের কারাদণ্ড