বাড়ি ফিরলেন টেকনাফে অপহৃত ৭ জন

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

টেকনাফের হোয়াইক্যং শামলাপুর ঢালা থেকে অপহৃত সাত জন বাড়ি ফিরেছেন। তবে তারা কীভাবে মুক্ত হলেন সে ব্যাপারে নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথাও বলে নাই মুক্তি পাওয়া ব্যক্তিরা। গত বুধবার বিভিন্ন সময়ে তারা জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরেছেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তি পাওয়া অপহৃতদের এলাকার লোকজন বলছেন, মুক্তিপণ দিয়ে তারা ফিরে এসেছে। তবে অপহৃতদের কেউ কথা বলতে রাজি হননি। একদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা মানসিকভাবে বিপর্যস্ত। তাই কথা বলতে চান না। এ বিষয়ে জানার জন্য টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য গত মঙ্গলবার সকাল আটটার দিকে টেকনাফের হোয়াইক্যংশামলাপুর সড়কে দুইটি অটোরিকশা থামিয়ে চালকসহ তাদের অপহরণ করা হয়েছিল বলে জানায় শামলাপুর সিএনজিচালিত অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ভোটার বাড়ল ১৮ লাখের বেশি
পরবর্তী নিবন্ধআলকরণে বাসা থেকে ১৬ টিয়া ও ৯ শালিক উদ্ধার, গ্রেপ্তার ৩